আমাদের কার্যক্রম

কার্যক্রম:

* কার্যক্ষত্রে: কার্যক্রম সমগ্র বাংলাদশে।

* প্রতিষ্ঠা সন: জানুয়ারী ১৯৯৫ সন হতে শুরু।

* লক্ষ্য ও উদ্দশ্যে:

০১। প্রত্যকে মুসলমান এবং তাদের সন্তানদেরকে বিশুদ্ধ কুরআন, ইসলামী দ্বীনি তাহযীব, তামাদ্দুন সম্পর্কে শিক্ষা দেওয়া।

০২। সঠিক আক্বীদা এবং দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার করা।

০৩। কুরআন-হাদীস, মাসায়লে এবং যুগোপযুগী বাংলা, গণিত, ইংরেজী শিক্ষার ব্যবস্থা করা।

* কর্মসূচী:

০১। সমগ্র বাংলাদেশের প্রতি তিন মাইল অন্তর বা জরুরী স্থানে “নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা” প্রতিষ্ঠা করা।

০২। প্রত্যেকটি নূরানী মাদ্রাসায় পাঠ্যসূচী মোতাবকে শিক্ষার ব্যবস্থা করা।

০৩। পাঠদানের জন্য পাঠ্য বিষয় নির্ধারণ এবং মুদ্রণের ব্যবস্থা করা।

০৪। প্রতিটি নূরানী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পরিদর্শন পূর্বক রিপোর্ট প্রদান এবং সমস্যা নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহণ করা।

০৫। প্রতিটি নূরানী মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বিশেষ প্রয়োজনে শিক্ষক পরিবর্তন বা অপসারণের ব্যবস্থা করা।

০৬। প্রতিটি নূরানী মাদ্রাসায় পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা করা।

০৭। কেন্দ্রীয়ভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা।

০৮। যোগ্য মুয়াল্লিম থৈরির উদ্দেশ্যে প্রশিক্ষণ বা জোড়ের ব্যবস্থা করা।

০৯। বিভিন্ন সময়ে আরবী, বাংলা ও ইংরজেী বিষয়ে বিশেষ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।

১০। জলো বা অঞ্চল ভত্তিকি মুয়াল্লমি জোড়রে ব্যবস্থা করা।

১১। বভিন্নি সময়ে নূরানী মাদ্রাসার পরচিালকদরে জোড়রে ব্যবস্থা করা।

১২। পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের উৎসাহ-উদ্দীপনার উদ্দেশ্যে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা।

১৩। প্রশিক্ষণে এবং বিভিন্ন মাদ্রাসায় পাঠদানের কৃতিত্ব র্অজনকারী মুয়াল্লিমদেরকে উৎসাহ-উদ্দীপনার উদ্দেশ্যে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা।


প্রতিষ্ঠানের লক্ষ্য:

(ক) সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রতি দুই মাইল অন্তর অন্তর বা প্রয়োজনীয় স্থানে নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করা, যাতে করে প্রত্যেক অঞ্চলের প্রত্যেক মুসলমান তাঁর সন্তানকে দ্বীন ও কুরআনের শিক্ষা দিতে পারে।

(খ) প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোর শিক্ষার উন্নতি ও মাদ্রাসার কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য বোর্ডের নিয়ম অনুযায়ী পরিদর্শন/পড়াশোনা দেখাশুনা করা ও সু-পরামর্শ করা।

(গ) বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, অপসারণসহ যে কোন সমস্যা ও দুর্যোগে মাদ্রাসা কর্তৃপক্ষকে পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা।

(ঘ) সঠিক আকিদা ভিত্তিক দ্বীনি ও সাধারণ শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো